
"দুই বান্ধবীর ইয়াবার কারবার, পাইকারি দরে কিনে বেচতেন খুচরায় | সময় সংবাদ"
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে অভিযান চালিয়ে ২১ হাজার ৩০০ ইয়াবাসহ এক ইউপি সদস্যের স্ত্রী ও তার সহযোগীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার রাতে সাতকানিয়া ও নগরের বাকলিয়া থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
আটকরা হলেন- সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের উত্তর মাদার্শার ইউপি সদস্য মোজাম্মেল হক ইকবালের স্ত্রী শায়লা সাবরিন মিতু ও বাঁশখালী উপজেলার কালীপুর এলাকার সুলতান আহম্মেদের মেয়ে মর্তুজা আক্তার।
র্যাব জানায়, ইউপি সদস্যের ঘরে বেচাকেনার জন্য মাদক মজুদ করা হয়েছে- এমন সংবাদে রোববার রাতে সাতকানিয়ার সিকদার পাড়ার ইকবালের ঘরে অভিযান চালানো হয়। ঐ সময় একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১৮ হাজার ৩৩০টি ইয়াবা ও ৫০ হাজার টাকাসহ তার স্ত্রী শায়লা সাবরিন মিতুকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে মিতু জানান- নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় একটি ফ্ল্যাটে বিক্রির জন্য ইয়াবা মজুদ করেছেন তার সহযোগী মর্তুজা আক্তার। একই রাতে সেখানেও অভিযান চালিয়ে মর্তুজাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ঘরের আলমারির ভেতর থেকে তিন হাজার ইয়াবা ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন দুজন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
