রাতে ঘুমের মধ্যে ঘামাচ্ছেন? হতে পারে জটিল রোগ
সময় সংবাদ ডেস্ক:
রাতে ঘুমের মধ্যে প্রায়ই ঘেমে যান? গরম পড়েছে বলে ঘাম হচ্ছে ভাবলে ভুল করবেন। গরমের ঘাম জেগে থাকলেও হবে। কিন্তু ঘুমের মধ্যে ঘাম হওয়ার নেপথ্যে থাকতে পারে অন্য কারণ।
শরীরে কোনো মারণরোগ বাসা বাঁধলে এমন ঘাম হয়। আর সেই মারণরোগ আদতে ক্যান্সার ছাড়া কিছুই নয়। হাড়, ফুসফুস, স্তন ও লিম্ফোমার মতো ক্যান্সারে এই উপসর্গ দেখা যায়। এছাড়াও আরও বেশ কয়েকটি ক্যান্সারে ঘামতে দেখা যায়।
তবে শুধু ঘাম দিয়ে কি ক্যান্সার চেনা যায়? নাহ। আরও কিছু লক্ষণ তাই জেনে রাখা জরুরি। ক্যান্সারের প্রধান লক্ষণ হল ওজন কমতে থাকা। ক্যান্সার হলে শরীরের ওজন অস্বাভাবিক হারে কমতে থাকে।
এছাড়াও বিভিন্ন অঙ্গের ভিত্তিতে ক্যান্সারের বিশেষ লক্ষণ দেখা যায়। যেমন ফুসফুসের ক্যান্সারে শ্বাসকষ্ট, বুকে কফ, কাশি ও বুকে ব্যথার লক্ষণ দেখা যায়। অন্যদিকে স্তন ক্যান্সার হলে স্তনের ভিতর গুটির মতো অনুভব হয়।
একেকটি অঙ্গের ক্যান্সারে একেকরকমের লক্ষণ ফুটে ওঠে। তবে রাতে ঘুমের মধ্যে ঘাম হলে তা বেশ কয়েকটি ক্যান্সারের লক্ষণ। তাই এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যান্সার পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।