বিয়ে হল পেপারওয়ার্ক, পছন্দ না হলে বেরিয়ে আসুন: মিয়া খলিফা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৯, ২০২৩

বিয়ে হল পেপারওয়ার্ক, পছন্দ না হলে বেরিয়ে আসুন: মিয়া খলিফা

 

বিয়ে হল পেপারওয়ার্ক, পছন্দ না হলে বেরিয়ে আসুন: মিয়া খলিফা
বিয়ে হল পেপারওয়ার্ক, পছন্দ না হলে বেরিয়ে আসুন: মিয়া খলিফা


সময় সংবাদ ডেস্ক:

পর্নো তারকা মিয়া খলিফা এবার বিয়ে নিয়ে পরামর্শ দিয়েছেন। সম্প্রতি টিকটকে এই প্রাক্তন পর্নস্টার বিয়ে নিয়ে বেশ কিছু কথা ভাগ করে নেন তার অনুরাগীদের সঙ্গে। সেই ভিডিওই এবার ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়।


ভিডিওতে যে বার্তা দিয়েছেন মিয়া, তার সঙ্গে সহমত নন অনেকেই। অনেকের আবার মন্তব্য, মিয়ার মতো একজন কী করে বিয়ে নিয়ে কথা বলতে পারে! তবে অনেকের আবার মত, বিয়ে নিয়ে আজকের দিনে কিছুটা হলেও ঠিক কথাই বলেছেন মিয়া খলিফা।


প্রসঙ্গত, মিয়া খলিফা এরই মধ্যে দুই বার বিয়ে করেছেন। এখন তিনি তৃতীয় একটি সম্পর্কে রয়েছেন। এর আগে আমেরিকান ফুটবলারের সম্পর্ক ভাঙার নেপথ্যে জড়িয়েছিল মিয়া খলিফার নাম। এই দিনের ভিডিওতে সেই প্রসঙ্গও উঠে আসে। প্রধানত মেয়েদের বিয়ে নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে ওই ভিডিওতে।


মিয়া বলেন, তিনি ১৮ বছর বয়সে প্রথম বিয়ে করেন। কিন্তু তাতে সুখী না হওয়ায় ২১ বছরে ডিভোর্স করে নেন। পরের বিয়েটি ২৫ বছর বয়সে করেন তিনি। এর পর ২৮-এ ডিভোর্স। এর পর ২৯ বছর বয়সে আরেকটি সম্পর্কে জড়ান তিনি।


তার কথায়, বিয়েটা খুব বড়সড় ব্যাপার নয়। এটা একটা সাধারণ কাগজের বোঝাপড়া। কোনো সম্পর্কে থাকতে গিয়ে যদি ভালো না লাগে, বেরিয়ে আসার সম্পূর্ণ অধিকার রয়েছে একজনের। মেয়েদের বিয়ে মানেই খুব বড় একটা কিছু ভাবতেও বারণ করেন তিনি। তার কথায়, বিয়ে মানেই এমন নয় যে ভালো না লাগলেও সারা জীবন একজনের সঙ্গে আটকে থাকতে হবে। বরং যদি ভালো না লাগে, তাহলে সম্পর্ক শেষ করার সম্পূর্ণ অধিকার রয়েছে একজনের।


ভিডিওটির বিরোধিতা করেছেন অনেকে। তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। এক নেটিজেন লেখেন, ‘অনেক পুরুষই মিয়া খলিফার ভিডিও দেখে জীবনের কিছুটা সময় কাটিয়েছে। সেই তারাই এখন মিয়ার গুরুত্বপূর্ণ কথার বিরোধিতা করছে!’


অনেকে বিরোধিতা করলেও কেউ কেউ প্রকাশ্যে তাকে সমর্থন করেছেন। বিয়ে মানেই নিজের সব ভালো লাগা না লাগা বিসর্জন দেওয়া নয়। তাই দরকার পড়লে সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় বলেই মনে করছেন অনেকে।



Post Top Ad

Responsive Ads Here