সান্তাহারে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর আভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

সান্তাহারে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর আভিযোগ

সান্তাহারে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর আভিযোগ
সান্তাহারে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর আভিযোগ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে এক শিক্ষকের বিরুদ্ধে নাফিজ (১০) নামের পঞ্চম শ্রেণীর ছাত্রকে লাঠিদিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। নাফিজ উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার শেখ শামীমের ছেলে।


 বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের দাদা শেখ মঞ্জুরুল আলম ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগে জানাগেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র নাফিজ। সে শেখ রাসেলের জন্মদিন উদযাপনের জন্য বুধবার সকাল ৮টায় বিদ্যালয়ে যায়। বিদ্যালয় চলাকালিন সময় রতন কুমার বসাক নামের সহকারি শিক্ষক তাকে লাঠিদিয়ে বাম হাতের হেনার ওপর, পায়ে হাটুর নিচে এবং বামচোখে ঘুষি মারেন। এরপর নাফিজ বাড়ি ফিরে এলে তার শরীরে প্রচন্ড জ¦র আসে। 


ঘটনাটি জানার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষক রতনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।

  

অভিযুক্ত শিক্ষক রতন কুমার বসাক মুঠোফোনে জানান, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্কুলের অনুষ্ঠানে ওই ছাত্র বেলুন ফাটানো সহ বিভিন্ন ধরনের দুষ্টামি করছিলো। এজন্য শাসন করা হয়েছে মাত্র।


সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, থানায় লিখিত অভিযোগের পর সেটি তাকে তদন্তের জন্য বলা হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। 


Post Top Ad

Responsive Ads Here