টাঙ্গাইলে নাগরপুর মলাজানী ব্রিজটি এখন মরন ফাঁদ ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২২, ২০১৮

টাঙ্গাইলে নাগরপুর মলাজানী ব্রিজটি এখন মরন ফাঁদ !

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে নাগরপুর সহবতপুর মলাজানী ব্রিজটি মরন ফাঁদে পরিনত হয়ে উঠেছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা । ওই এলাকার হাজারো মানুষ মরন ফাদ ব্রিজটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। ওই এলাকার মানুষের সহবতপুর বাজারে যাওয়ার বিকল্প কোন রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান গাড়ী ও অন্যান্য গাড়ী নিয়ে ওই ভাঙ্গা ব্রিজটির উপর দিয়ে চলাচল করতে দেখা যায়। এলাকাবাসী জানান,অনেক দিন যাবত ঝুঁকিপুর্ন অবস্থায় ব্রিজটি পড়ে আছে ইতিমধ্যে কয়েকটি ছোট দুর্ঘটনা ঘটেছে বড় কোন ধরনের গাড়ি চলাচল করতে পারচ্ছে না। মোটরসাইকেল, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন এবং স্কুলগামী ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত চলাচল এই ব্রিজটির উপর দিয়ে! ওই এলাকার মেম্ববার মিঠুন ও সহবতপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল মোল্লা  জানায় আগামী দুই একদিনের মধ্যে ব্রিজটির মেরামত কাজ করা হবে।
আসন্ন ঈদে দুর্ভোগ আরো বাড়বে বলে আশংকা করছে স্থানীয়রা। অতিদ্রæত যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য কর্তৃপক্ষর কাছে দাবী জানান এলাকাবাসী।

Post Top Ad

Responsive Ads Here