টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২টি মাংসের দোকানে জরিমানা করেছে। মঙ্গলবার সকালে প্রায় এক ঘন্টা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাংসের গুণগত মান না থাকা, দোকানের ট্রেড লাইসেন্স না থাকাসহ নানা সমস্যার কারণে পশু জবাই ও মাংস মাননিয়ন্ত্রণ আইনে বাজারের দুইটি মাংসের দোকানে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেটসহ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, আমরা সারা বছরই মোবাইল কোর্ট করে থাকি। কিন্তু মাহে রমজান মাসেও এর কোনো রকম ব্যতিক্রম হবে না। মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের সকলের। বিশেষ করে রমজান মাসে সাধারণ জনগণ যাতে নিরাপদ, ভেজালমুক্ত ও ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী কিনতে পারে সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমনের সাথে সমন্বয় করে সর্বসাধারণের সুবিধার্থে মির্জাপুরকে ময়লা-আবর্জনা মুক্ত রাখতে পৌর সদরের প্রধান প্রধান ফটকে মোট পাঁচটি ময়লা-আবর্জনা ফেলার ড্রাম দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। পৌর মেয়রও দ্রæত সময়ের মধ্যে কাজটি বাস্তবায়িত করবে বলে আশ্বাস দিয়েছেন।