মেহেরপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন ।।সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ২৩, ২০১৮

মেহেরপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন ।।সময় সংবাদ

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সংবাদ সম্মেলন করেছেন। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সংবাদ সম্মেলনে বলেছেন, ঠিকাদারের সামান্য ভুলের কারণে আমাকে মানুষের কাছে নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আর এসব প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হয়রান হয়ে পড়েছি। তিনি বলেন আমরা মানুষের জন্য কাজ করছি। অন্যায় কিছু করলে আমাদের ধরিয়ে দিন। তবেই না বুঝবো আপনারা আমাদের প্রকৃত বন্ধু।
মেয়র মাহফুজুর রহমান রিটন মঙ্গলবার বিকালে পৌর সভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পৌর সভার চলমান উন্নয়নের অংশ হিসাবে শহরের মল্লিক পাড়ায় একজন মুক্তিযোদ্ধার নাম করণে সড়কের পরিবর্তে ভুলক্রমে ড্রেন লিখে ফেলার পর ফেসবুক সহ একটি ইংরেজি দৈনিক পত্রিকায় সংবাদ ছাপার পর মেয়র সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অবশ্য পৌর কর্তৃপক্ষ এ লেখার ভুল ধরা পড়ার পর পরই সংশোধন করে ফেলেন। মেয়র বলেন, সাংবাদিকদের কলম সত্য উন্মোচন করা। আপনারা সত্য তুলে ধরুন। আমার কোন অন্যায় হলে লিখুন। আমার আপত্তি থাকবেনা। তিনি বলেন, ঠিকাদার ভুল করেছেন তার জন্য তাকে শোকজ করা হয়েছে। মেয়র বলেন আপনারা এমন কিছু লিখবেন না যাতে করে মেহেরপুরের উন্নয়নের ব্যাঘাত ঘটে। কেননা এমনিতেই আমরা অনেক পিছিয়ে আছি। পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেন, আসুন আমরা সকলে মিলে মেহেরপুরের উন্নয়নের কথা ভাবি।
সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, সচিব তফিকুল আলম, কাউন্সিলর জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, শাকিল রাব্বি ইভান, সোহেল রানা সহ জেলার প্রিন্ট ও ইলেকক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here