রমযান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে মেহেরপুরে জেলা প্রশাসনের তৎপরতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২২, ২০১৮

রমযান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে মেহেরপুরে জেলা প্রশাসনের তৎপরতা

মেহের আমজাদ,মেহেরপুর 
জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমযান মাসে বাজার দর নিয়ন্ত্রণ রাখার লক্ষে এবং ব্যবসায়ীদের সচেতন করতে মেহেরপুর বড়বাজার পরিদর্শন করেছেন ।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহিদুল হক মিথুন, মিনহাজুল ইসলাম, রফিকুল ইসলাম বাজারের কাঁচাবাজার, মাংসের দোকানসহ বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদে সচেতন করেন। এসময় ওজনে কম না দেওয়া, বেশি দাম না নেওয়াসহ বিভিন্ন বিষয়ে সচেতন করেন। এর ব্যতায় ঘটলে পরবর্তীতে আইনী ব্যবস্থ্যা নেওয়ার হুশিয়ারি দেন। এসময় তহবাজার ব্যবসায়ী সমিতিরি সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here