টাঙ্গাইলে জন্ম নেয়া আড়াই ঘণ্টা পর ’মৎস্যকন্যা’ মারা গেল ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ২১, ২০১৮

টাঙ্গাইলে জন্ম নেয়া আড়াই ঘণ্টা পর ’মৎস্যকন্যা’ মারা গেল !

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের সখীপুরে ‘মারমেইড সিনড্রোম’-এর শিকার একটি শিশু জন্ম নেওয়ার আড়াই ঘণ্টা পর মারা গেছে। রোববার রাতে ওই শিশুটি স্থানীয় লাইফ কেয়ার ক্লিনিক এন্ড নার্সিংহোম জন্মগ্রহণ করে। পরে ওই শিশুটি মারা যায়। শিশুটির মা উপজেলার বাঘেরবাড়ি গ্রামের কৃষক আনিছুর রহমানের স্ত্রী মর্জিনা আক্তার।

‘মারমেইড সিনড্রোম’ এ আক্রান্ত শিশুদের মূলত ‘মৎস্যকন্যা’ বলে অভিহিত করা হয়ে থাকে। এ সব শিশুর দুটি পা জোড়া লাগানো থাকে। এমন শিশুদের কোনো প্রজনন অঙ্গও থাকে না। ফলে তাদের লিঙ্গ চিহ্নিত করা সম্ভব হয় না।

এ  ব্যাপারে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড নার্সিংহোমের চিকিৎসক আবদুস সাত্তার বলেন, সাধারণত লাখ প্রতি এমন শিশু জন্মগ্রহণ করে থাকে। চিকিৎসাবিজ্ঞানের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, এ শিশুটি মারমেইড সিনড্রোমের (আক্রান্ত) শিকার। এর আভিধানিক অর্থ হচ্ছে-মৎস্যকন্যা। ওই শিশুর মাথা থেকে কোমর পর্যন্ত সাধারণ জন্ম নেয়ার শিশুর মতই থাকে। কিন্তু নিচের অংশ মাছের লেজের মত দেখায়।

Post Top Ad

Responsive Ads Here