আমার স্বামী হাজী মোহাম্মদ ফরিদ আহমেদ খান, সাং- ঘারিন্দা, থানা ও জেলা- টাঙ্গাইল। গত ০১/০৪/২০১৮ ইং তারিখে ভোর অনুমান ৫.০০ ঘটিকার সময় টাঙ্গাইল সদর থানাধীন ঘারিন্দা সাকিনস্থ বসত বাড়ী হইতে ফযরের নামাযে যাওয়ার কথা বলিয়া বাহির হইয়া যায়। অদ্যবধি সে বাসাতে ফিরে আসে নাই এমনকি আত্মীয়-স্বজনের বাড়ীতেও যান নাই। টাঙ্গাইল থানা জিডি নং- ১৮৬৭, তারিখ- ২৮/০৪/১৮ ইং। নিখোঁজের বর্ণনা : ফরিদ আহমেদ খান(৫০), গায়ের রং- শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, মাথার চুল কাচা-পাকা মেহেদী পড়া লাল রংয়ের সাইজে ছোট, মুখে দাড়ি আছে, উচ্চতা অনুমান ৫ ফুট ৮ ইঞ্চি, তার পরনে ছিল সাদা রংয়ের পাঞ্জাবী ও পায়জামা। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পান নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
বিনীত
মোছাঃ আছমা আহাম্মেদ, স্বামী- ফরিদ আহাম্মেদ খান (মোবাইলঃ ০১৬৮৭-৪৭৩২৩১, ০১৭১৭-০২৬১৬৪)
বিনীত
মোছাঃ আছমা আহাম্মেদ, স্বামী- ফরিদ আহাম্মেদ খান (মোবাইলঃ ০১৬৮৭-৪৭৩২৩১, ০১৭১৭-০২৬১৬৪)