নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমান আলী ২৮ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার ঘোড়াশাল খালিশারটেক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়। ইমান আলীর বাড়ি নরসিংদী সদর উপজেলার নাগরিয়া কান্দি গ্রামে। তার মায়ের নাম মমতাজ বেগম। বাবার নাম মিলন মিয়া (সৎ বাবা)।
র্যাবের দাবি, নিহত ইমান আলী নরসিংদীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও নিয়ন্ত্রক। বন্দুকযুদ্ধের পর ঘটনা স্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব ১১ এর কম্পানি কমান্ডার মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানায়, ইমান আলী ঘোড়াশালের খালিশারটেক এলাকায় তার বাড়ির পাশে ইয়াবার চালান আদান প্রদান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ইমান আলীর সঙ্গে তার দুই সহযোগী ছিলেন।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। পরে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ইমান আলী গুলিবিদ্ধ হন। আর বাকি দুজন পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ইমান আলীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানি কমান্ডার মো. জসিম উদ্দিন জানান, ‘ইমান আলী শুধু মাদক ব্যবসায়ী ছিলেন না, তিনি জেলার মাদক নিয়ন্ত্রক ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক, অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ডজন মামলা রয়েছে। তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।