চরভদ্রাসনে পানিতে পড়ে শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ৩১, ২০১৮

চরভদ্রাসনে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নাজমুল হাসান ,ফরিদপুর  প্রতিনিধি- ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর নামক স্থানে আজ মঙ্গলবার ২১ মাসের এক শিশুর পানিতে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়,মৌলভীর চর গ্রামের ইউনুছ মিয়ার গত ২১ মাস আগে একটি ছেলে জন্মগ্রহন করে।আদর করে বাবা নাম রাখেন “হামজা”।আজ মঙলবার সকাল ১০ টার পর বাড়ির উঠানে খেলা করতে থাকে সে।হঠাৎ করে প্রায় ১১ টার দিকে তাকে আর খুজে পাওয়া যায় না। অনেক খুজাখুজি করার পর বেলা ১১:৩০ দিকে বাড়ির পাশের ডোবা পুকুর থেকে উদ্ধার করা হয়।উদ্ধার করে সাথে সাথে চরভদ্রাসন স্বাস্থ্য কম্পেলেক্স এ আনলে হাসপাতালের কর্তব্যরত ডা.আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষনা করে। হামজা’র এই অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। 

Post Top Ad

Responsive Ads Here