টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভিস এসোসিয়েশনের মানব বন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ৩১, ২০১৮

টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভিস এসোসিয়েশনের মানব বন্ধন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জনস্বার্থ বিরোধি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নকরণ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানে কালক্ষেপনের প্রতিবাদ এবং পেশাগত তিন দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ৩১ জুলাই মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক মীর মহম্মদ হোসেন চুন্নু, সদস্য সচিব এএইচএম জাহাঙ্গীর আলম খান, আইবিইবি’র চাকুরী বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ রানা, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহরিয়ার মো. নাজমুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রসাশকের নিকট স্বারক লিপি প্রদান করেন।

Post Top Ad

Responsive Ads Here