মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমির ছাত্রী নিওলা আরিবাহ্ বাংলাদেশ কিন্টার গার্টেন এ্যাসোসিয়েশন আয়োজিত তৃতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে। বর্তমানে সে গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমির ৪র্থ শ্রেণীর ছাত্রী।
নিওলা আরিবাহ মেহেরপুর জেলা জজ কোর্টের আইনজীবি আবু সালেহ মোঃ নাসিম ও শিরীন সুলাতানার একমাত্র কন্যা এবং বিশিষ্ট আইনজীবি জাহাঙ্গীর হোসেনের নাতনী। উল্লেখ্য নিওলা আরিবাহ্ ইতি পূর্বে দ্বিতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল। সে ভবিষৎ-এ পুলিশ কর্মকর্তা হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

