জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
আগামী ২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২২ শে জুলাই রবিবার বিকেলে স্থানীয় পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, বিপ্লব খান, এডভোকেট পারভীন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার শুভ, প্রচার সম্পাদক শোয়েব, দপ্তর সম্পাদক আওয়াল, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আহমেদ তিথি, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।ওই আলোচনা সভায় জেলার স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

