হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত
হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

 


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. আবু নাঈম সিদ্দিকী (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (দিবাগত রাত) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


নিহত আবু নাঈম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হাধুরখীল গ্রামের লুৎফুর রহমান সারাং বাড়ির বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদের পুত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বান্দরবান জেলার লামা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো চ-১১-৫৬২৩) ফটিকছড়ির মাইজভান্ডার শরীফের দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ১০টার দিকে হাটহাজারীর ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের শাহজাহান শাহ (রহ.) মাজার গেইট এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি সড়ক পার হওয়ার সময় আবু নাঈমকে ধাক্কা দেয়।


দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত প্রায় ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সংশ্লিষ্ট ইউপি সদস্য শেখ মোহাম্মদ নুরুল আমিন জানান, নিহত আবু নাঈম শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব হাধুরখীল জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here