![]() |
| চরফ্যাশনে পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির বার্ষিক আনন্দ ভোজন অনুষ্ঠিত |
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতি, চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) চরফ্যাশন উপজেলার মনপুরা হাজির হাট এলাকায় একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রকাশক, বই বিক্রেতা প্রতিনিধি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি মাকসুদুর রহমান নোমান, লালমোহন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন মিয়া, চরফ্যাশন উপজেলা শাখার সাবেক সভাপতি একে এম গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক বাহলুলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ ভোজন উপলক্ষে আলোচনা সভা, সৌহার্দ্য বিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বই ব্যবসা ও প্রকাশনা শিল্প দেশের শিক্ষা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতকে আরও শক্তিশালী করতে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জরুরি।
এ সময় ভবিষ্যতে বইমেলা আয়োজন, পাঠচক্র গঠন ও পাঠক সৃষ্টিমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ভাগ্যকুপন লটারির আয়োজন করা হয়। লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবানকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন মাকসুদুর রহমান নোমান, অনুষ্ঠানের বিচারক লালমোহন ইসলামিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী শামসুদ্দিন মিয়া এবং দুলার হাট জেসমিন বুক কর্নার অ্যান্ড পেপার হাউজের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানের শেষ পর্বে সদস্যদের অংশগ্রহণে আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হবে।

