বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

 

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু
বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত নারীর নাম আনজিরা বেগম (৫৮)। তিনি আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। বর্তমানে তিনি তার ছেলে আনিচের (৪০) সঙ্গে বোয়ালমারীর ছোলনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালী অভিমুখী একটি লোকাল ট্রেন ছোলনা এলাকায় সাবেক ইউপি সদস্য নান্নু কাউন্সিলরের বাড়ির সামনের রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের অপর পাশ থেকে কাপড় নিয়ে ফেরার সময় অসাবধানতাবশত পা পিছলে আনজিরা বেগম রেললাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথা ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু এবং আইনগত প্রক্রিয়া রেলওয়ে পুলিশ সম্পন্ন করবে।


এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Post Top Ad

Responsive Ads Here