ফরিদপুর-১ এ জামায়াত প্রার্থীর পক্ষে ঐক্য, সরে দাঁড়ালেন মুফতি শরাফত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

ফরিদপুর-১ এ জামায়াত প্রার্থীর পক্ষে ঐক্য, সরে দাঁড়ালেন মুফতি শরাফত

ফরিদপুর-১ এ জামায়াত প্রার্থীর পক্ষে ঐক্য, সরে দাঁড়ালেন মুফতি শরাফত
ফরিদপুর-১ এ জামায়াত প্রার্থীর পক্ষে ঐক্য, সরে দাঁড়ালেন মুফতি শরাফত


 

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী, প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর-১ আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লাকে সমর্থন জানিয়েছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও মনোনীত প্রার্থী মুফতি শরাফত হোসাইন।


মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি।


এই সিদ্ধান্তের ফলে ফরিদপুর-১ আসনে জামায়াতসহ ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে থাকছেন।


দলীয় সূত্রে জানা গেছে, বৃহত্তর ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও ঐক্য জোরদারের অংশ হিসেবেই বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাধ্যমে ফরিদপুর-১ আসনে ইসলামপন্থী দলগুলো একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে।


মনোনয়নপত্র প্রত্যাহার প্রসঙ্গে মুফতি শরাফত হোসাইন বলেন, তিনি আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বলেন, “আমি ভোটের মাঠে না থাকলেও অধ্যাপক ড. ইলিয়াস মোল্লার বিজয়ের মধ্য দিয়েই আমার আদর্শের জয় নিশ্চিত হবে। আদর্শের বিজয়ই আমার ব্যক্তিগত বিজয়।”


এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে নিজের প্রার্থিতা প্রত্যাহার ও তাকে সমর্থন জানানোর জন্য মুফতি শরাফত হোসাইনকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ঐক্য নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ইসলামী রাজনীতিকে আরও শক্তিশালী ও সুসংহত করবে।



Post Top Ad

Responsive Ads Here