চরভদ্রাসন–সদরপুর সড়কে যৌথ বাহিনীর চেকপোস্ট, ভোটের নিরাপত্তায় কড়াকড়ি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

চরভদ্রাসন–সদরপুর সড়কে যৌথ বাহিনীর চেকপোস্ট, ভোটের নিরাপত্তায় কড়াকড়ি

 

চরভদ্রাসন–সদরপুর সড়কে যৌথ বাহিনীর চেকপোস্ট, ভোটের নিরাপত্তায় কড়াকড়ি
চরভদ্রাসন–সদরপুর সড়কে যৌথ বাহিনীর চেকপোস্ট, ভোটের নিরাপত্তায় কড়াকড়ি


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় ভোটের পরিবেশ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে যৌথ বাহিনীর উদ্যোগে চেকপোস্ট বসানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এসব চেকপোস্টে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


যৌথ বাহিনীর সূত্র ও সরেজমিনে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী তালতলা বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সড়কে চলাচলকারী মোটরযান, সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনের মালামাল তল্লাশি করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।


চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী অনুপ্রবেশ রোধ করা সম্ভব হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে চরভদ্রাসন উপজেলায় ভোটের প্রতি জনগণের আস্থা আবারও ফিরতে শুরু করেছে।


সেনাবাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারিতে উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হচ্ছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।


চরভদ্রাসন আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসন্ন নির্বাচন উপলক্ষে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত ও এলাকা মাদকমুক্ত রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। প্রয়োজনে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।


এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”



Post Top Ad

Responsive Ads Here