
চরভদ্রাসন–সদরপুর সড়কে যৌথ বাহিনীর চেকপোস্ট, ভোটের নিরাপত্তায় কড়াকড়ি
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় ভোটের পরিবেশ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে যৌথ বাহিনীর উদ্যোগে চেকপোস্ট বসানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এসব চেকপোস্টে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
যৌথ বাহিনীর সূত্র ও সরেজমিনে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী তালতলা বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সড়কে চলাচলকারী মোটরযান, সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনের মালামাল তল্লাশি করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী অনুপ্রবেশ রোধ করা সম্ভব হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে চরভদ্রাসন উপজেলায় ভোটের প্রতি জনগণের আস্থা আবারও ফিরতে শুরু করেছে।
সেনাবাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারিতে উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হচ্ছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।
চরভদ্রাসন আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসন্ন নির্বাচন উপলক্ষে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত ও এলাকা মাদকমুক্ত রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। প্রয়োজনে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”
