![]() |
| নির্বাচন সামনে রেখে চরভদ্রাসনের মেইন পয়েন্টে যৌথ বাহিনীর চেকপোস্ট |
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ মেইন পয়েন্ট গাবতলা মোড় এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে।
সোমবার দুপুর ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও চরভদ্রাসন থানা পুলিশের সমন্বয়ে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরযান থামিয়ে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের মালামাল পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও যাচাই করা হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, এই চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ভোটের প্রতি আস্থা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রশাসনের কঠোর নজরদারিতে চরভদ্রাসন উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হচ্ছে। একই সঙ্গে উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় উন্নতির দিকে যাচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন। পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দেশীয় যান ব্যবহার করে টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
চরভদ্রাসন আর্মি ক্যাম্প সূত্রে জানানো হয়, আসন্ন নির্বাচন উপলক্ষে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত এবং এলাকা মাদকমুক্ত রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন সময় পর্যন্ত এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

