বিএনপির হাত ধরেই দেশের উন্নয়ন হয়েছে: শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

বিএনপির হাত ধরেই দেশের উন্নয়ন হয়েছে: শামা ওবায়েদ

 

বিএনপির হাত ধরেই দেশের উন্নয়ন হয়েছে: শামা ওবায়েদ
বিএনপির হাত ধরেই দেশের উন্নয়ন হয়েছে: শামা ওবায়েদ


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা হয়েছে বিএনপির হাত ধরেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং দল-মত নির্বিশেষে সারা জাতির একজন অভিভাবকসুলভ নেত্রী।


রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সালথা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় ফরিদপুর-২ গণঅধিকার পরিষদের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, বরং উপমহাদেশের একজন কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। তার আপোষহীন নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও মানবিক গুণাবলি আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে জান্নাত নসিবের দোয়া করেন।


তিনি আরও বলেন, সালথা ও নগরকান্দা এলাকায় আজ ধানের শীষ ছাড়া অন্য কোনো রাজনীতির অস্তিত্ব নেই। যারা এই এলাকা থেকে নেতৃত্ব দেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। প্রতিটি ঘরে ঘরে বিএনপির আদর্শ তুলে ধরতে হবে।


ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মোল্যা ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হারুনার রশীদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।


দোয়া অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন।

Post Top Ad

Responsive Ads Here