সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

 


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত কুকুরটিকে আটক বা নিধনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।


শনিবার (১৮ জানুয়ারি) সকালে সদরপুর ইউনিয়নের বাইশরশি, সতেরো রশি ও নয়রশি গ্রামসহ আশপাশের এলাকায় এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে একটি পাগলা কুকুর হঠাৎ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে একে একে ৯ জন কামড়ের শিকার হন। কুকুরটির কামড়ে কয়েকজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।


পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. সালাউদ্দিন জানান, সকালে ৯ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে।


এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার জানান, পাগলা কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Top Ad

Responsive Ads Here