![]() |
| সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা |
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চারটি বেকারিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আইন অমান্যের দায়ে আম্মাজান বেকারিকে ১০ হাজার টাকা, দোলা সুইটসকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা এবং এমএস বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনায় সদরপুর থানার পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

