কোস্ট গার্ড পূর্ব জোনের এক বছরে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধারের বড় সাফল্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

কোস্ট গার্ড পূর্ব জোনের এক বছরে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধারের বড় সাফল্য

 

কোস্ট গার্ড পূর্ব জোনের এক বছরে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধারের বড় সাফল্য
কোস্ট গার্ড পূর্ব জোনের এক বছরে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধারের বড় সাফল্য


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

দেশের পূর্বাঞ্চলের উপকূল, নদী তীরবর্তী এলাকা ও সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। বিগত এক বছরে পরিচালিত ধারাবাহিক অভিযানে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ ও মানবিক সহায়তায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাহিনীটি।


কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. শাহীন মজিদ জানান, আধুনিক জাহাজ ও উচ্চগতির বোটের মাধ্যমে উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, নজরদারি, কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েন করে জরুরি পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। এসব কার্যক্রমের ফলে একসময় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চট্টগ্রাম বন্দর এখন একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।


তিনি বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডাকাত ও সন্ত্রাসবিরোধী অভিযানে ৯৯টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৩৯টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৩১০ রাউন্ড তাজা গোলা ও ১২৯ রাউন্ড ফাঁকা গোলা উদ্ধার করা হয়েছে। এ সময় ১১০ জন সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়।


একই সময়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ৩৫ লাখের বেশি ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এসব অভিযানে ১৪০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।


সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে প্রায় ২০ হাজার কেজি জাটকা ও ২২ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। মা ইলিশের প্রজনন মৌসুমে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ড রৌপ্য পদক–২০২৫ অর্জন করেছে পূর্ব জোন।


জাতীয় অর্থনীতি সুরক্ষায় অবৈধ পাচার রোধেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বহিঃনোঙর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় কোটি টাকা মূল্যের জ্বালানি তেল, ভোজ্য তেল, অকটেন, চাল, সিমেন্ট, ইউরিয়া সার, সিগারেট, স্বর্ণসহ নানা পণ্য জব্দ করা হয়েছে।


এছাড়া কোস্ট গার্ড পূর্ব জোনের স্টেশন ও আউটপোস্টগুলো জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে মানবিক সেবা দিয়ে যাচ্ছে। উত্তাল সমুদ্রে বিপদগ্রস্ত নৌযান থেকে ১৫৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পূর্ব জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকায় কোস্ট গার্ড সদস্য মোতায়েন, প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্দ্বীপ, কুতুবদিয়া ও সেন্টমার্টিনে বিশেষ প্রস্তুতিও নেওয়া হয়েছে।


ক্যাপ্টেন মো. শাহীন মজিদ বলেন, দেশের সুনীল অর্থনীতি ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।



Post Top Ad

Responsive Ads Here