![]() |
| দোয়ারাবাজারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন |
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেকপাড়া গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে তাজুল ইসলাম ব্যক্তিগত ও অনৈতিক স্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে প্রতিবেশী মৃত আব্দুল হামিদের ছেলে পিয়ারা মিয়ার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে হয়রানি করে আসছেন।
বক্তারা বলেন, তাজুল ইসলামের প্রতিবেশী মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল করিম জমি বিক্রির আগে একাধিকবার তাজুল ইসলামকে জমি কেনার প্রস্তাব দেন। তিনি আগ্রহ না দেখানোয় পিয়ারা মিয়া জমিটি ক্রয় করেন। এরপর তাজুল ইসলাম বিনামূল্যে ১৫ শতক জমি দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তিনি ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও ষড়যন্ত্রের মাধ্যমে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেন।
তারা আরও বলেন, গত বছরের ২৫ এপ্রিল পিয়ারা মিয়া ও তার পরিবারের ১৩ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। পরে গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার পর্যায়ে এলেও তাজুল ইসলাম তা অমান্য করে গত ১৭ ডিসেম্বর আরও একটি মামলা দায়ের করেন। এর জেরে গত ১৩ ডিসেম্বর সিলেট শহর থেকে ছুটিতে বাড়িতে আসা পিয়ারা মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩২)কে পুলিশে সোপর্দ করা হয়, যা এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
এলাকাবাসী তাজুল ইসলামকে ‘মামলাবাজ’ আখ্যা দিয়ে বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। একই সঙ্গে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পেকপাড়া গ্রামের বাসিন্দা মো. ইছহাক মিয়া, ফুল মিয়া, পিয়ারা মিয়া, আনোয়ার হোসেন, মর্জিনা বেগম, হালিমা বেগমসহ অনেকে। এছাড়াও স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, “বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে, তবে পক্ষদ্বয়কে এখনো সমঝোতায় আনা সম্ভব হয়নি।”
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

