![]() |
| ফরিদপুরে ১২৫ কেজি ওজনের বিরল কষ্টিপাথরের মূর্তি উদ্ধার |
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামের একটি পুকুরপাড় থেকে বিশাল আকৃতির কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি পাচারের উদ্দেশ্যে গোপনে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। আটক সাদ্দাম শেখ মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও বিদেশে পাচারের পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এ ধরনের কষ্টিপাথরের মূর্তি আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা পর্যন্ত মূল্যে বিক্রি হতে পারে। তবে বাংলাদেশের প্রতœতত্ত্ব আইন অনুযায়ী প্রাচীন প্রতœসম্পদ ব্যক্তিগতভাবে সংরক্ষণ, কেনাবেচা কিংবা পাচার দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

