![]() |
| সদরপুরে শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল |
সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের সদরপুরে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদরপুর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, উপদেষ্টা জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানসহ আরও নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. মিজানুর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমাদের সবাইকে শহীদ ওসমান হাদীর আদর্শ ধারণ করতে হবে। তিনি ছিলেন অকুতোভয় ও দেশপ্রেমিক একজন নেতা। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনো ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এই নৃশংস হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
স্মরণ সভায় খেলাফত মজলিসের শতাধিক নেতাকর্মী ও সমর্থকের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

