
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে: শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান স্মরণে আয়োজিত ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ সময় তিনি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে। খেলাধুলার মাধ্যমে ছাত্র ও যুবসমাজকে অনুপ্রাণিত করা গেলে তারা সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।
তিনি আরও বলেন, শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্ব দিয়ে এসেছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোকেও দলটি সমানভাবে উৎসাহিত করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্পোর্টস ক্লাব গড়ে তোলা হবে। এসব ক্লাবের মাধ্যমে যুবকদের ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলায় প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় খান মেডিকেল ফুটবল একাদশ ও ফরিদপুর নিউ লাইফ হাসপাতাল ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে খান মেডিকেল ফুটবল একাদশ ১-০ গোলে ফরিদপুর নিউ লাইফ হাসপাতাল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বিএনপি নেতা আতিকুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং যুবদল নেতা মাহফুজুর রহমান মাহফুজ খানের সার্বিক তত্ত্বাবধানে খেলা পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। খেলা উপভোগ করেন হাজারো দর্শক।
