![]() |
| চট্টগ্রামে ভারতীয় নাগরিকসহ ৭ জন আটক |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কাঠের ফিশিং বোটকে অবৈধভাবে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তরের সঙ্গে জড়িত এক ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকায় একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম ও জাল তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাসসহ তার ছয়জন বাংলাদেশি সহযোগীকে আটক করা হয়। একই সঙ্গে ওই ফ্যাক্টরি থেকে আনুমানিক ৩৬ লাখ টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল এবং জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাস ২০২৩ সালের ২৭ নভেম্বর ভ্রমণ ভিসায় বাংলাদেশে প্রবেশ করে। পরে তিনি কাঠের ফিশিং বোটকে অবৈধভাবে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তরের প্রধান কারিগর হিসেবে কাজ শুরু করেন।
এদিকে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ফ্যাক্টরির মালিকপক্ষ পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

