সদরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৮, ২০২৬

সদরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সদরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সদরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়া মেম্বার বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুদ্দোজা জামান (বদু), ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রুবেল হোসেন এবং বিএনপি নেতা মাসুদ মাতুব্বার।


এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আরশাদ মাতুব্বার, মানিকদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ বাচ্চু, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম হিরু ও লুৎফর তালুকদারসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সেকেন্দার মাতুব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করেন ইমারত মাতুব্বার, রকিব মাতুব্বার ও আওয়াল মাতুব্বার।


দোয়া মাহফিলে সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।



Post Top Ad

Responsive Ads Here