
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআইয়ে দোয়া
নিজস্ব প্রতিনিধি, ঢাকা:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই)-এর উদ্যোগে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পহেলা জানুয়ারি, বৃহস্পতিবার বাদ আসর এফবিসিসিআই ভবনে আয়োজিত এই দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, সাধারণ পরিষদের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই)-এর আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন, সদস্য সচিব মো. জাকির হোসেন, পরিষদের উপদেষ্টা ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন)সহ পরিষদের সদস্যবৃন্দ। এছাড়া এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. আব্দুল হক, আব্দুল ওয়াহেদ, শফিকুল ইসলাম ভরসা, এবাদুল হক চাঁন, আবু হোসেন ভূঁইয়া (রানু), আক্কাস মাহমুদ, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট, মো. আবুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা বাংলাদেশের তিনবারের নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বেগম জিয়া নীতি ও ন্যায়ের প্রশ্নে ছিলেন আপোষহীন এবং আজীবন এদেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন।
বক্তারা আরও বলেন, নারীদের শিক্ষা বিস্তারে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, উপবৃত্তি প্রদান এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচির মতো যুগান্তকারী উদ্যোগ তাঁর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। তাঁর সাহসী সিদ্ধান্ত, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তারা শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও বিচক্ষণ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। নতুন বাংলাদেশ গড়ার এই সময়ে তাঁর অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের শেষ পর্বে এফবিসিসিআই’র পেশ ইমাম মাওলানা নাজমুল ইসলাম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত সবাই তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
