![]() |
| আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারীর গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় উন্নতমানের ব্যাটারি সেবা নিশ্চিতকরণ এবং গ্রাহকদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে নাভানা ব্যাটারীর উদ্যোগে একটি গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত ‘ফুড ফ্যাক্টরি’ রেস্টুরেন্টে বাজারের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর এই মতবিনিময় সভার আয়োজন করে। নাভানা ব্যাটারীজ লিমিটেডের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘরের স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাভানা ব্যাটারীজ লিমিটেডের ঢাকা অঞ্চলের ম্যানেজার তারিকুল ইসলাম, বরিশাল অঞ্চলের ম্যানেজার মো. শাহাবুদ্দিন এবং বরিশাল অঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার মো. মারুফ হোসেন।
বক্তারা নাভানা ব্যাটারীর আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্য মানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা গ্রাহকদের দ্রুততম সময়ের মধ্যে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এ সময় আইপিএস ও ব্যাটারির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ কারিগরি পরামর্শ দেন চিফ ইঞ্জিনিয়ার মো. মারুফ হোসেন।
সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন সোহাগ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে গ্রাহকদের মানসম্মত সেবা দিয়ে আসছি। মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর সবসময় চায় উন্নতমানের পণ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে। নাভানা ব্যাটারীর এই আয়োজনের মাধ্যমে গ্রাহকরা সরাসরি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে আমাদের সেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।”
মতবিনিময় সভাটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে স্বাগত জানান।

