অটোচালককে ফাঁসালো পুলিশ: সিসিটিভিতে ধরা পড়ল ষড়যন্ত্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫

অটোচালককে ফাঁসালো পুলিশ: সিসিটিভিতে ধরা পড়ল ষড়যন্ত্র

 

অটোচালককে ফাঁসালো পুলিশ: সিসিটিভিতে ধরা পড়ল ষড়যন্ত্র
অটোচালককে ফাঁসালো পুলিশ: সিসিটিভিতে ধরা পড়ল ষড়যন্ত্র


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছেন নিরীহ অটোচালক জাফর আলম। স্থানীয় বখাটে যুবকদের বিরুদ্ধে ইভটিজিং মামলার জের ধরে ঈদগাঁও থানার বিতর্কিত এসআই বদিউল আলম ও তার সহযোগীরা অস্ত্র মামলায় জাফর আলমকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১৩ অক্টোবর ঈদগাঁও বাসস্ট্যান্ডের আনু মিয়া ফিলিং স্টেশনের সামনে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, পুলিশ সদস্যরা যাত্রীর ছদ্মবেশে অটোরিকশায় উঠে পানি আনতে বলা হয় চালককে। তার অনুপস্থিতিতে গাড়ির পেছনে অস্ত্র রেখে একটি ওতপেতে থাকা অটো আসার সাথে সাথে পুলিশ এসে চালককে আটক করে এবং অস্ত্র ধরিয়ে ফটোশুট করায়।


ভুক্তভোগী পরিবার জানায়, জাফর আলম সাধারণ একটি পরিবার-পরিচালিত অটোচালক, যিনি বখাটে যুবকদের বিরুদ্ধে মামলা করার কারণে এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার স্ত্রী রাবেয়া ও মেয়ে লীজা মনি পুলিশকে তার ফাঁসানোর দায়ে দুই লাখ টাকার স্বীকারোক্তিও দিয়েছেন।


স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় প্রভাবশালী যুবক ও তাদের পরিবার পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে। যারা তাদের বিরুদ্ধে মামলা করে, তাদেরই শাস্তি ভোগ করতে হয়।


অভিযোগের প্রেক্ষিতে ঈদগাঁও থানার এসআই বদিউল আলম কোনও মন্তব্য করতে অস্বীকার করেন এবং সংবাদ বন্ধ করার চেষ্টা করেন। অন্যদিকে, কক্সবাজার জেলা পুলিশ সুপারের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন যে অটোচালককে ফাঁসানো হয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।


উল্লেখ্য, এসআই বদিউল আলমের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় গুরুতর অভিযোগ রয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে হত্যার আসামি ছেড়ে দেওয়া, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের সহযোগিতা। তবে যথাযথ প্রমাণের অভাবে তিনি পার পেয়ে গেছেন। এবার সিসিটিভি ফুটেজে স্পষ্ট প্রমাণ ধরা পড়ায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ নিশ্চিত বলে পুলিশ সূত্রে জানা গেছে।



Post Top Ad

Responsive Ads Here