![]() |
| কক্সবাজারে স্বপ্নের ছুটি: সেরা ৮ হোটেল ও রিসোর্ট |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের পর্যটন মানচিত্রে কক্সবাজার মানেই অনন্য সৌন্দর্য, দীর্ঘতম সমুদ্রসৈকত আর নিরন্তর ভ্রমণপিপাসু মানুষের ভিড়। ঋতু বদলের সঙ্গে সঙ্গে সৈকতের রূপ যেমন বদলায়, তেমনি ভোরের শান্ত ঢেউ আর সূর্যাস্তের রঙিন আকাশ পর্যটকদের মুগ্ধ করে প্রতিদিনই। এ কারণেই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার বছরের বারো মাসই জনপ্রিয়।
পর্যটকদের থাকার অভিজ্ঞতা আরও আরামদায়ক ও স্মরণীয় করে তুলতে কক্সবাজারে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বহু হোটেল ও রিসোর্ট। আধুনিক সুযোগ-সুবিধা, মনোরম পরিবেশ এবং বিশেষ ছাড়ের প্যাকেজের কারণে এসব হোটেল ভ্রমণকারীদের বাড়তি আকর্ষণ তৈরি করছে।
নিচে কক্সবাজারের চমৎকার ও জনপ্রিয় ৮টি হোটেল ও রিসোর্টের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো—
🏨 সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা
ইনানী সৈকতে ৫০ বিঘা বিস্তৃত এলাকাজুড়ে অবস্থিত এই রিসোর্টে এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়—দুটোর মেলবন্ধনে পাওয়া যায় অনন্য অভিজ্ঞতা। প্রাইভেট বিচ, ৪৯৩টি সি-ভিউ ও হিল-ভিউ রুম, সুইমিং পুল, স্পা, থ্রিডি মুভি থিয়েটার, জিম ও শিশুদের খেলাধুলার জায়গাসহ রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা।
🏨 সায়মন বিচ রিসোর্ট
কলাতলীর মেরিন ড্রাইভ রোডে অবস্থিত এই রিসোর্টের প্রায় সব কক্ষ থেকেই দেখা যায় সমুদ্র। ২২৮টি বিলাসবহুল রুমের মধ্যে রয়েছে সি-ভিউ, ডিলাক্স স্যুট ও প্যানোরামা ওশেন স্যুট। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ও আধুনিক অভ্যন্তরীণ সজ্জা এটির বড় আকর্ষণ।
🏨 মারমেইড বিচ রিসোর্ট
পাতচর এলাকায় নিরিবিলি পরিবেশে অবস্থিত মারমেইড বিচ রিসোর্ট কক্সবাজারের ব্যস্ততা থেকে দূরে শান্ত সময় কাটাতে চান এমন পর্যটকদের জন্য আদর্শ। কাঠের কটেজ ও ভিলাগুলো সমুদ্রের খুব কাছেই অবস্থিত, যেখানে প্রকৃতির সঙ্গে মিশে থাকার সুযোগ মেলে।
🏨 ওশ্যান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট
কলাতলী সৈকতের পশ্চিমে অবস্থিত এই রিসোর্টে রয়েছে ২৯৬টি আধুনিক রুম। বারান্দা থেকে সাগরের ঢেউ দেখা ও শোনা যায়। ফিটনেস সেন্টার, সুইমিং পুল, জাকুজি, হেলিপ্যাড, বলরুম ও মাল্টিকুইজিন রেস্টুরেন্ট এটির বিশেষত্ব।
🏨 লং বিচ হোটেল
বিমানবন্দর ও বাসস্ট্যান্ডের কাছাকাছি কলাতলীতে অবস্থিত এই হোটেলটি পারিবারিক, ব্যবসায়িক ও হানিমুন ভ্রমণের জন্য বেশ জনপ্রিয়। ইন্ডোর সুইমিং পুল, স্পা ও ফিটনেস সেন্টারসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এখানে।
🏨 হোটেল সিগাল
সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল সিগালে রয়েছে নিজস্ব প্রাইভেট বিচ। ১৮২টি কক্ষ ও স্যুটের পাশাপাশি পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ ট্যুর সুবিধাও দিয়ে থাকে এই হোটেল।
🏨 প্রাসাদ প্যারাডাইস
মূল হোটেলের পাশাপাশি কটেজ ও গার্ডেন বাংলোর সমন্বয়ে গড়ে ওঠা এই রিসোর্টে রয়েছে ৪৪টি রুম, ৪০টি কটেজ ও ১০টি বাংলো। রেস্তোরাঁ, সুইমিং পুল ও কনফারেন্স রুমসহ নানাবিধ সুবিধা পর্যটকদের বাড়তি স্বস্তি দেয়।
🏨 হোটেল সুইট সাদাফ
২০১৭ সাল থেকে সেবা দিয়ে আসা এই ৩-স্টার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেলে রয়েছে ডিলাক্স ও ফ্যামিলি সুইট রুম। কিছু কক্ষ থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। নিজস্ব রেস্টুরেন্ট, সুইমিং পুল ও পার্কিং সুবিধাও রয়েছে।
✨ সমুদ্রের নীল জলরাশি, আরামদায়ক আবাসন আর আধুনিক সুযোগ-সুবিধা—সব মিলিয়ে কক্সবাজারের এই হোটেল ও রিসোর্টগুলো ভ্রমণকে করে তুলবে আরও স্মরণীয়।

