সালথার আটঘরে পুলিশের মতবিনিময় সভা: মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

সালথার আটঘরে পুলিশের মতবিনিময় সভা: মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স

সালথার আটঘরে পুলিশের মতবিনিময় সভা: মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স
সালথার আটঘরে পুলিশের মতবিনিময় সভা: মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স

 


শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে আটঘর ইউনিয়নের নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর অংশগ্রহণে এ সভা আয়োজন করা হয়।


সালথা থানা পুলিশের এএসআই শাহবুদ্দীন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালথা থানার পরিদর্শক (ওসি) মো. বাবলুর রহমান খান।


প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, “সালথা উপজেলা থেকে মাদক কারবার ও চাঁদাবাজি নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো দলের বড় বা ছোট নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এসব অপরাধের সঙ্গে যুক্ত থাকবে, তাদের সালথার মাটিতে থাকতে দেওয়া হবে না।”


তিনি আরও বলেন, “সালথা একটি কৃষিনির্ভর উপজেলা। কৃষিজমি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। অকারণে কাইজ্যা-মারামারি বাদ দিয়ে সবাই যদি কৃষিকাজে মনোযোগী হই, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে সালথা একটি ‘সোনার সালথা’ হিসেবে গড়ে উঠবে।” এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


সভায় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, আটঘর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল মাতুব্বর, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিঠু, বিএনপি নেতা মুরাদুর রহমান, শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান, শিমুল মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস আটঘর ইউনিয়নের সভাপতি মাওলানা শওকত ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন আটঘর ইউনিয়নের সভাপতি কারী ওবায়দুল ইসলাম, বিএনপি নেতা ভুট্টো মাতুব্বর, মাজেদ মাতুব্বর, ফিরোজ মাতুব্বর এবং সালথা উপজেলা গণধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনসহ অনেকে।



Post Top Ad

Responsive Ads Here