কৃষকদের সঙ্গে মতবিনিময়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ফারুক ফকির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

কৃষকদের সঙ্গে মতবিনিময়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ফারুক ফকির

কৃষকদের সঙ্গে মতবিনিময়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ফারুক ফকির
কৃষকদের সঙ্গে মতবিনিময়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ফারুক ফকির

 


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

চলমান কৃষি মৌসুমের বাস্তব পরিস্থিতি সরেজমিনে জানতে মাঠে নেমে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির।





বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি এলাকায় ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় উৎপাদন ব্যয়, সার ও বীজের প্রাপ্যতা, আবহাওয়া পরিস্থিতি, শ্রমিক সংকট এবং কৃষিপণ্যের বিপণন ও ন্যায্যমূল্য নিয়ে কৃষকদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।


মতবিনিময়কালে কৃষকেরা ফার্মার্স কার্ডের ব্যবহার, সরকারি সহায়তা প্রাপ্তি, মৌসুমি চ্যালেঞ্জ এবং বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যালোচনার আশ্বাস দেন ফারুক ফকির।


এ বিষয়ে তিনি বলেন, “সালথা-নগরকান্দা অঞ্চল একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য উৎপাদন এলাকা। কৃষকদের প্রকৃত সমস্যা জানতে সরাসরি মাঠে আসা জরুরি। এভাবে মতবিনিময়ের মাধ্যমে উৎপাদন ও বিপণনসংক্রান্ত সংকট চিহ্নিত করে কার্যকর সমাধানের পথ তৈরি করা সম্ভব।”


কৃষকদের সঙ্গে সরাসরি মাঠে গিয়ে মতবিনিময়ের এই উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তাদের মতে, মাঠপর্যায়ে সরাসরি যোগাযোগের ফলে কৃষকদের বাস্তব সমস্যা তুলে ধরা সহজ হচ্ছে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার সুযোগ তৈরি হচ্ছে।



Post Top Ad

Responsive Ads Here