সদরপুরে গৃহবধূর গলায় ফাঁস, পরিবারের অভিযোগ হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

সদরপুরে গৃহবধূর গলায় ফাঁস, পরিবারের অভিযোগ হত্যা

সদরপুরে গৃহবধূর গলায় ফাঁস, পরিবারের অভিযোগ হত্যা
সদরপুরে গৃহবধূর গলায় ফাঁস, পরিবারের অভিযোগ হত্যা


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেংগামারী গ্রামে তানজিলা ইসলাম (১৮) নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। 


শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গৃহবধুর শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।


নিহত তানজিলার স্বামী রাকিব মৃধা, যিনি সৌদি আরব প্রবাসী, ২ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের একটি এক বছর বয়সী ছেলে রয়েছে। আত্মহত্যার আগের রাতে তানজিলা তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং পরে নিজের মায়ের কাছে ফোন করে সন্তান দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। রাত ১টার সময় শ্বশুর বাড়ির লোকজন ফোন করে জানান তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


তবে নিহত গৃহবধুর মামা কুদ্দুস আলী অভিযোগ করেছেন, “আমার ভাগ্নীর গলায় ফাঁসের কোন দাগ নেই, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমার বিশ্বাস, তাকে মেরে ফেলা হয়েছে। আমরা ন্যায়বিচারের জন্য মামলা করব।”


মামলার তদন্তকারী এসআই মোঃ রাসেল জানান, “আইনী প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।”



Post Top Ad

Responsive Ads Here