![]() |
| সালথায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষকদলের আয়োজনে ভাওয়াল ইউনিয়নের ফুলতলা এলাকায়, বিএনপির সাবেক উপজেলা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবিরের বাড়িতে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইলিয়াস হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর (উত্তর) কৃষকদলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফরিদুর রহমান, ফরিদপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি এমএম ইউসুফ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোল্লা মো. জামাল মিয়া, যুবদল নেতা রানা খান, মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপি নেতা মুকু, সাত্তার খলিফা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামিম খান কায়েস, যুবদল নেতা খায়ের ও ভাওয়াল ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মো. হাশেম মোল্লা প্রমুখ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন সালথা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির।

