চরফ্যাশনে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

চরফ্যাশনে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২০

 

চরফ্যাশনে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২০
চরফ্যাশনে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২০

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই দলের নেতারা দাবি করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের চকবাজার এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর হাসপাতাল প্রাঙ্গণেও আবার উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় জামায়াত নেতাদের দাবি, সোমবার সকাল আটটার দিকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের গণসংযোগ শেষে চকবাজার এলাকায় জামায়াত কর্মী ও গ্রাম্য ডাক্তার জামাল তার ফার্মেসিতে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় তিনজন বিএনপি কর্মী সেখানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে জামায়াতে ইসলামের পক্ষে গণসংযোগে অংশ না নিতে হুমকি দেন। কারণ জানতে চাইলে তাকে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।


জামায়াত নেতাদের অভিযোগ, আহত জামালকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা তাকে বাসায় অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও জামায়াত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দিলে চকবাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা অ্যাম্বুলেন্সসহ জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।


হাসপাতালে আহতদের দেখতে এসে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, “এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িত বিএনপি কর্মীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। যারা নির্বাচনী প্রচার ও গণসংযোগে বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”


অন্যদিকে অভিযোগ অস্বীকার করে চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল বলেন, “ওষুধ কেনাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের কর্মীরাই প্রথম সংঘর্ষে জড়ায়। এতে বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”


চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মীর শরিফ অভিযোগ করে বলেন, “সকালে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলা করে প্রায় ২৫ জনকে আহত করা হয়।”


ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দীন বলেন, “জামায়াত কর্মীদের ওপর হামলার পর হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও প্রশাসনের সামনে দফায় দফায় হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”


এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Post Top Ad

Responsive Ads Here