সদরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫

সদরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

সদরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সদরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে এ পরামর্শমূলক সভা হয় বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে। 


উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।


সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উপলক্ষ। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বিঘ্নে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান।


এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সভায় অংশ নেন।

Post Top Ad

Responsive Ads Here