
চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা: প্রতিবেশী ইউনুচের ৪ দিনের রিমান্ড
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার আসামি ও প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর ৯নং আমলী আদালতের বিচারক আনারুল আসিফ এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে সকালে কারাগার থেকে ইউনুচ মোল্যাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আলফাডাঙ্গা থানার এসআই সুজন বিশ্বাস আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ নভেম্বর উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে গৃহস্থ পলাশ মোল্যার সাত বছরের শিশু ছেলে জায়ান রহমানের মরদেহ বাড়ির পাশের ঝোপঝাড় থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা সিনথিয়া বেগম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে পুলিশ জায়ানের গলায় থাকা রশিকে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে চিহ্নিত করে। পরে জানা যায়—ঘটনার কিছুদিন আগে প্রতিবেশী ইউনুচ মোল্যা টাবনী বাজারের মফিজ খানের মুদি দোকান থেকে একই ধরনের রশি কিনেছিলেন। জিজ্ঞাসাবাদে ইউনুচ রশি কেনার বিষয়টি অস্বীকার করলে তার প্রতি পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়।
পরবর্তীতে ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
