![]() |
| ডিসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, কক্সবাজার জেলা প্রশাসনের বড় সতর্কতা |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
কক্সবাজারে জেলা প্রশাসক আব্দুল মান্নানের ছবি ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে সাধারণ মানুষকে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসন থেকে আনুষ্ঠানিক সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ উঈ ঈড়ী’ং ইধুধৎ-এ প্রকাশিত একটি পোস্টে জানানো হয়, জেলা প্রশাসকের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে প্রতারণা করার চেষ্টা চলছে। এই ধরনের কার্যক্রমে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতারণা চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সরকারি কোনো বার্তা বা নির্দেশনা কখনোই ব্যক্তিগত নম্বর বা অননুমোদিত মাধ্যমে পাঠানো হয় না।
এ ধরনের সন্দেহজনক বার্তা পেলে তা উপেক্ষা করার পাশাপাশি প্রয়োজন মনে করলে স্থানীয় প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

