![]() |
| আমতলীতে বেগম রোকেয়া দিবস উদযাপন |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেসরকারি সংস্থা এনএসএস, ফুড ফর হাংরি, ওয়ার্ল্ড ভিশন এবং ইসলামী রিলিফের সহযোগিতায় সকাল ১০টায় র্যালি অনুষ্ঠিত হয়।
এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: সাইফুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মো: ফিরোজ আলম, আনসার বিডিবি কর্মকর্তা অভিজিত, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার বেগম, আমতলী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, সাংবাদিক মো: জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য নারী মারজিয়া সন্ধারাণী প্রমুখ।

