![]() |
| আমতলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলার প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে দশটায় আমতলী শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেষ পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আমতলী থানার ওসি (তদন্ত) মো: সাইফুল ইসলাম, সমবায় অফিসার মো: আজাদুর রহমান, বিআরডিবি অফিসার মো: ফিরোজ আলম, আনসার ভিডিবি অফিসার অভিজিত চন্দ্র অভি, আমতলী প্রেসক্লাব সভাপতি মো: রেজাউল করিম, এনজিও ফোরামের সভাপতি সাংবাদিক মো: জাকির হোসেন, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ, সাইফুল্লাহ নাসির প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।
-9%20December.jpg)
