![]() |
| আমতলীতে ব্যবসায়ীর রামদা ঠেকিয়ে ছিনতাই, পুলিশ শনাক্তে তৎপর |
আমতলী (বরগুনা) :
বরগুনার আমতলীতে সোমবার রাত ১০টার দিকে সিদ্দিকুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে রামদা ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমতলী সরকারি কলেজের পেছনের সড়কে ঘটে এই ঘটনাটি।
আহত ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জানান, তিনি আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসায় যাওয়ার পথে দোকান বন্ধ করে যাচ্ছিলেন। তখন তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে রামদা দিয়ে পিঠে আঘাত করে। এরপর তারা তার কাছ থেকে দুলাখ টাকা ও দোকানের হিসাবের খাতা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের সনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে মামলার প্রস্তুতি চলছে।

