চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি ডিউক গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০২৫

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি ডিউক গ্রেপ্তার

 

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি ডিউক গ্রেপ্তার
চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি ডিউক গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–৭।


সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দর থানার বরখানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডিউক দক্ষিণ হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।


র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আ. এম. মোজাফ্ফর হোসেন জানান, গত ১ মার্চ সল্টগোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব পরিকল্পিতভাবে ডিউক ও তার সহযোগীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায়।


গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর নিহতের পরিবার বন্দর থানায় ২০ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে ডিউক পলাতক ছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ সোমবার রাতের অভিযানে তাকে আটক করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।



Post Top Ad

Responsive Ads Here