![]() |
| সদরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত |
সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’। দিবসটি উপলক্ষে মানববন্ধন এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম এম শহিদুল ইসলাম (শাহীন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়।
বক্তারা বলেন, দুর্নীতি শুধু অর্থ লেনদেন বা আর্থিক অনিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়; নৈতিক অবক্ষয়, দায়িত্বহীনতা এবং চারিত্রিক অধপতনও দুর্নীতির অংশ। দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, গার্লস গাইডসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

