আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপন: তিন অদম্য নারী পেলেন সম্মাননা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০২৫

আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপন: তিন অদম্য নারী পেলেন সম্মাননা

 

আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপন: তিন অদম্য নারী পেলেন সম্মাননা
আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপন: তিন অদম্য নারী পেলেন সম্মাননা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

নারী জাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কারক বেগম রোকেয়ার স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে সমাজ উন্নয়ন ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তিন অদম্য নারীকে সম্মাননা পদক প্রদান করা হয়।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী সভাপতিত্ব করেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া সঞ্চালনা করেন। সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর। বক্তারা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন, সংগ্রাম এবং নারীমুক্তি আন্দোলনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।


আলোচনা শেষে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিন নারীর হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—

১.রওশন আরা বেগম — সফল জননী নারী

২.মোসা. স্বপ্না বেগম — সমাজ উন্নয়নে অসামান্য অবদান

৩.তাহমিনা — নির্যাতনের দুঃসময় পেরিয়ে নতুন জীবন গড়ার অদম্য উদাহরণ


অনুষ্ঠানে বক্তারা নারী উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও বৈষম্যহীন সমাজ গঠনে বেগম রোকেয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানান।



Post Top Ad

Responsive Ads Here