দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বাঁশতলা হকনগর শহীদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।


আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে। দিনটি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন।


বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধাগণ।



Post Top Ad

Responsive Ads Here